প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ২২:৫
নওগাঁর যুবলীগের ভাতিজা বিমান আসা সকালে হামার জমির সব ধান কাটা দিয়া গেল হামি এখন চিন্তা মুক্ত বা। কাল বিমান ভাতিজাক ফোন দিছনু কনু ভাতিজা ধান পাকা গেছে কাছে টেকা নাই গরীব মানুষ এ্যানা সহযোগিতা কর বাপো তখন কলো চাচা চিন্তা করেন না সকালে ধান কেটে বাড়িতে পৌছে দেয়া হবে। ঠিক সকালে আসা ধান কাটা দিয়া গেলো । এভাবেই মনের ভালো লাগার অনুভতি ব্যক্ত করছিলেন কৃৃষক শরিফুল ইসলাম।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব