নওগাঁর যুবলীগের ভাতিজা বিমান আসা সকালে হামার জমির সব ধান কাটা দিয়া গেল হামি এখন চিন্তা মুক্ত বা। কাল বিমান ভাতিজাক ফোন দিছনু কনু ভাতিজা ধান পাকা গেছে কাছে টেকা নাই গরীব মানুষ এ্যানা সহযোগিতা কর বাপো তখন কলো চাচা চিন্তা করেন না সকালে ধান কেটে বাড়িতে পৌছে দেয়া হবে। ঠিক সকালে আসা ধান কাটা দিয়া গেলো । এভাবেই মনের ভালো লাগার অনুভতি ব্যক্ত করছিলেন কৃৃষক শরিফুল ইসলাম।
নওগাঁয় শ্রমিক সংকটে পড়া এক অসহায় কৃষকের ফোন পেয়ে তার প্রায় ১বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিল জেলা যুবলীগের নেতাকর্মীরা। রবিবার দুপুরে জেলার সদর উপজেলার শিমুলিয়া মাঠে কৃষক শরীফুল ইসলামের এক বিঘা জমির ধান জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায় নেতৃত্বে প্রায় ৩০জন নেতাকর্মী কৃষকের বাড়িতে কাটা শেষে পৌছে দেন।
এসময় জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায় জানান, শনিবার রাতে কৃষ শরিফুল ইসলাম আমার কাছে ফোন করে বলেন তার প্রায় ১বিঘা জমিার ধান পেকে গেছে কিন্তু শ্রমিক সংকট ও হাতে টাকা না থাকার কারনে ধান কাটতে পারছেন না। তখন বিষয়টি জানান পর সকালে এসে আমরা জেলা যুবলীগের কয়েকজন নেতাকর্মীদেও নিয়ে ধান কেটে বাড়িতে পৌছ দিলাম।
তিনি আরো বলেন, জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ২৫ সদস্যের টিম এবং জেলা শাখার ১০ সদস্য বিশিষ্ট টিম করা হয়েছে। তৃনমূল পর্যায়ের প্রান্তিক যারা কৃষক আছেন যারা কিনা শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে পারছেন না এ সকল কৃষকদের বাছাইয়ের কাজ ইতিমধ্যে যুবলীগের জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সম্পন্ন করেছেন। নওগাঁ জেলা যুবলীগের এসকল তৃনমূল পর্যায়ের নেতা কর্মীরা ঐ সকল প্রান্তিক কৃষকদের মাঠে গিয়ে ধান কেটে বাড়ি পৌঁছে দেবে।
কৃষক শরিফুল ইসলাম জানান, আমার জমিতে পাকা ধান কাটা নিয়ে সংকায় থাকলেও যুবলীগের এমন উদ্যোগে আমি সত্যি খুব খুশি। করোনা ভাইরাসের কারনে ধান কাটা শ্রমিক সংকটের ফলে মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলা না তারা ছাড়া গরীব মানুষ কাছে তেমন টাকাও নাই এমন সময় যুবলীগের নেতাকর্মীরা এসে তাদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়াতে আমি চিন্তা মুক্ত হয়েছি। এসময় জেলা যুবলীগ নেতা মানিক রায়, আহসানুল হক, নুরুজ্জামান, প্রিন্স, মাসুদ, সোহাগ শোভনসহ যুবলীগের প্রায় ৩০জন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।