প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ১৭:১
টেলিভিশন টক শোতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী নার্সদের নিয়ে ‘কটুক্তিমূলক’ মন্তব্য করায় ফুঁসে উঠেছে নার্স সমাজ। অনতিবিলম্বে মন্তব্য প্রত্যাহার করে নার্স সমাজের কাছে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে জাফরুল্লাহ চৌধুরী বলেন,নার্সদের ২য় শ্রেণির অফিসার পদমর্যাদা দেয়া ঠিক হয়নি। নার্সরা ঠিক মতো কাজ করে না। এজন্য নার্সরা করোনায় আক্রান্ত হচ্ছে না।’
স্বানাপের নিন্দা ও প্রতিবাদ স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) মহাসচিব ইকবাল হোসেন সবুজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের কাজের স্বীকৃতি স্বরুপ দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেন। বর্তমানে নার্সরা ২য় শ্রেণির গেজেটেড অফিসার এবং তাদের নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার কটুক্তিমূলক বক্তব্যের মাধ্যমে দেশের হাজার হাজার নার্স তথা নার্সিং সমাজকে অপমান করেছেন। যা নার্সদের জন্য চরম মানহানিকর।
ইনিউজ ৭১/ জি.হা