সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ২৫শে এপ্রিল ২০২০ ১০:২৭ অপরাহ্ন
সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

উপজেলার সদর ও কালিকচ্ছ ইউনিয়নের বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে আট হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

২৫ (এপ্রিল) দুপুরে সরকারি নির্দেশ অমান্য করে কাপড়ের দোকানসহ চার দোকান খুলা রেখা দায়ে চার দোকানকে আট হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা জানান, সামাজিক দুরত্ব বজায় না রেখে বাজারে বেশি ভাগ দোকান খোলা ছিল। সরকারি আইন অমান্য কারীদের বিরুদ্ধে  উপজেলার প্রতিটি ইউনিয়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব