ব্যবহৃত পিপিই-মাস্ক ধুয়ে বিক্রি, বাড্ডায় অভিযান চালাচ্ছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ২৫শে এপ্রিল ২০২০ ১২:০১ পূর্বাহ্ন
ব্যবহৃত পিপিই-মাস্ক ধুয়ে বিক্রি, বাড্ডায় অভিযান চালাচ্ছে র‌্যাব

করোনাভাইরাস থেকে সুরক্ষায় ব্যবহৃত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্ক ধুয়ে বিক্রি করছে-এমন অভিযোগে একটি চক্রের সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সোয়া ১১টায় রাজধানীর ভাটারা থানার পাশে একটি বাড়িতে অভিযান শুরু করেছে র‌্যাব।

সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ব্যবহার করে ফেলে দেয়া পিপিই ও মাস্ক ধুয়ে চক্রটি পুনরায় বিক্রি করছিল। চক্রটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবহার করে ফেলে দেয়া বিপুল পরিমাণ পিপিই ও মাস্ক পাওয়া গেছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান সারওয়ার আলম।