প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০:৩৯
সরাইল উপজেলার তিতাস নদী থেকে ইয়াছিন( ১৯) এক যুবকের লাশ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ।
থানা সুএে জানা যায়, আজ শুক্রবার (২৪এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পাকশিমুল-অরুয়াইল ব্রীজ পাশে তিতাস নদীতে ভাসমান ইয়াছিন মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত ইয়াছিন মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের সুরুজ আলীর পুত্র।
এ ব্যাপারে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল আহমেদ জানান, নদীতে ভাসমান ইয়াসিনের লাশ পুলিশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।