বোরহানউদ্দিনে করোনা আক্রান্ত শিশু আইসোলেসনে, আট বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৪শে এপ্রিল ২০২০ ০৩:১৬ অপরাহ্ন
বোরহানউদ্দিনে করোনা আক্রান্ত শিশু আইসোলেসনে, আট বাড়ি লকডাউন

ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে (কোভিড-১৯)আক্রান্ত ১ শিশু শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১ টার দিকে তার রিপোর্ট পজেটিভ হওয়ার সংবাদ পাওয়া গেছে। যদিও তাঁর সংক্রমনের কোন লক্ষণ প্রকাশ পায়নি। তবে সে বাড়িতে আইসোলেসনে আছে। আক্রান্ত রোগী সাড়ে ৮ বছরের কণ্যা শিশু। তার বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের গ্যাস ফিল্ড সড়কে। শুক্রবার ওই ঘটনায় প্রশাসন ৮ বাড়ি লকডাউন ঘোষণা করেছে। 

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, তার কাকি বোরহানউদ্দিন হাসপাতালের নার্স। সম্প্রতি শিশুটির সর্দি জ্বর হলে কাকির উদ্যোগে সন্দেহ বশত: নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বর্তমানে শিশুটি নিজ বাড়িতে আইসোলেসনে আছে। ৩-৪ দিন পর অবস্থা বুঝে শিশুটির নমুনা আবার টেষ্টের জন্য পাঠানো হবে। শিশুটি নিজ বাড়িতে আইসোলেসনে আছে। শিশুর বাড়ির লোকজন  জানান, ওই শিশুর করোনা লক্ষণ প্রকাশ পায়নি। সে স্বাভাবিক শিশুর মত খেলাধূলা করছিল। 
জানা যায়, বোরহানউদ্দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কীত্তনীয়া বাড়ির বাসিন্দা ওই শিশুর নানা দীর্ঘদিন ধরে ক্যান্সারের আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। গত ১৭-২০ দিন আগে ডাক্তার তাঁর নানাকে দেশের বাড়িতে ফেরত পাঠান। ১৬ এপ্রিল শিশুটির নানা মারা যান। দেশে আনার পর থেকেই মায়ের সাথে ওই শিশু ১০-১২ দিন অবস্থান করে। ধারণা করা হচ্ছে তাঁর নানাকে বহণকারী এ্যাম্বুলেন্স ড্রাইভার, তাঁর নানা অথবা ঢাকা থেকে রোগীর সাথে আসা কারো থেকে শিশুটি সংক্রমিত হতে পারে।

বোরহানউদ্দিন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী জানান, পন্ডিত বাড়ি, কীত্তনীয়া  বাড়ি, ভাওয়াল বাড়ি সহ মোট আটটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এর পরিধি আরো বাড়তে পারে।