প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১৭:২৪
হাওর অঞ্চলের সাত জেলায় এখনও ৬৫ ভাগ ধান কাটা বাকি রয়েছে। সরকারের দেয়া ধান কাটা যন্ত্র হারভেস্টার, রিপার সরবরাহ ও ধান কাটার শ্রমিক ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরাও ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন। এরপরও কৃষকের মনে রয়েছে আতঙ্ক। কেননা আবহাওয়া কখন কী করে তা বলা মুশকিল। এদিকে আগামী ১০ দিনের মধ্যে হাওরের ধান কাটা শেষ হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
অধিদফতর সূত্র জানায়, এ পর্যন্ত হাওরে মাত্র ৩৫ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। এবার সারাদেশে ৪৭ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। কৃষি মন্ত্রণালয় এবার দুই কোটি চার লাখ মেট্রিক টন চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সারাদেশে বোরো ধান কাটার সময় এখনও পুরোপুরি শুরু হয়নি। যারা আগাম বি-আর ২৮ ধান লাগিয়েছেন তারা এখন ধান কাটছেন। তবে সারাদেশে ধান কাটার মৌসুম শুরু হতে এখনো ১০-১৫ দিন সময় লাগবে।