প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ৪:৩৭
বরিশালে লকডাউন না মানায় দুই গোডাউন মালিককে ১ লাখ টাকা জরিমানা ও গোডাউন দুটি সিলগালা করা হয়েছে। এছাড়া সিলগালা করার সময় তা ভিডিও করার অপরাধে ম্যানেজারকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কাউনিয়া বিসিক শিল্প নগরীতে ভ্রাম্যমাণ আদালতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা এ দণ্ড দেন।