সিরাজগঞ্জ সদর এর যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে রোটারী ক্লাব অব শ্যামলী’র উদ্যোগে “রোটারী বেলুটিয়া প্রাথমিক বিদ্যালয়” এর ১৮০ জন শিক্ষার্থীর পরিবারের আনুমানিক ৯০০ জন মানুষের জন্য বর্তমান সংকটে “Rotary Corona Support Initiative” এর সার্বিক সহযোগীতায় অদ্য ২৩ এপ্রিল ২০২০ তারিখ বৃহস্পতিবার সামাজিক দুরত্ব বজায় রেখে জরুরী খাদ্য সামগ্রী ও সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়।
রোটারিয়ান ইসমাইল হোসাইন সিরাজী’র সামগ্রীক তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমটি সফলভাবে সমাপ্ত হয়। বিতরনকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ হাফিজ, RCC সিরাজগঞ্জ এর সভাপতি জনাব আব্দুল হামিদ, Rescue Shirajgong এর সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে জনাব কামরুল হাসান ও জনাব গোলাম মোস্তফা রুবেল এবং রোটারী ক্লাব অফ সিরাজগঞ্জ এর সাধারন সম্পাদক রোটারিয়ান জনাব আবু সিদ্দিক, রোটারী বেলুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ খাদিজা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।
পুলিশ প্রশাসন, স্কুল শিক্ষকগণ, রোভার স্কাউট এবং RCC সিরাজগঞ্জ এর কর্মকর্তাগন সামাজিক দুরত্ব বজায় রেখে সকলের নিকট খাদ্য সামগ্রী বিতরনে সহায়তা করেন। এদিকে “Rotary Corona Support Initiative” এর অন্যতম উদ্যোক্তা রোটারিয়ান জনাব টি আই এম নুরুল কবীর খাদ্য সামগ্রী বিতরনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং একই সাথে রোটারী ক্লাব অফ শ্যামলীর সকল সদস্যকে আন্তরিক সাধুবাদ জানিয়ে সমাজের সকলকে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন।