প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১:২৭
ভোলার বোরহানউদ্দিনে করোনা ভাইরাস দুর্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে প্রাপ্ত ৫ শত ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেহিক দূরত্ব বজায় রেখে পক্ষিয়া ইউনিয়নের কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী মায়েদের কাছে ওই শিশুখাদ্য হস্তান্তর করেন।
এর সাথে তরমুজ চাষিদের কাছ থেকে ক্রয় করা তরমুজও মায়েদের উপহার হিসেবে দেয়া হয়। ওই সময় পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাগর হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)মো. সোহেল, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ খাঁন সহ ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/ জি.হা