করোনা ভাইরাস মহামারি শুরুর পর গত এক মাসে এক লাখ প্রবাসী দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয়’ বিষয়ে চতুর্থ জরুরি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান তিনি।প্রবাসী কল্যাণমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।