শিক্ষকরা কেটে দিলেন কৃষকের পাকা ধান
সুনামগঞ্জের তাহিরপুরে এক কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও কর্মচারীরা। বুধবার (২২ এপ্রিল) উপজেলার সদর সদর ইউনিয়নের শনির হাওরের মাঠে এ ধান কেটে দেন তারা।
ধান কাটায় অধ্যক্ষ মো. ইয়াহিয়া তালুকদার, সহকারী শিক্ষক মো. তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ সৌরভ মিয়া, সহকারী লাইব্রেরিয়ান সোহেল আহমদ সাজু, অফিস সহকারী কৌশিক পাল, বাবলু কুমার রায় ও মোতাহার ইসলাম অংশ নেন।
করোনা পরিস্থিতি ও আগাম বন্যার আশঙ্কা থাকায় কৃষকের পাশে থাকার আহ্বান জানিয়ে অধ্যক্ষ বলেন, এ অঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন এবং তাঁরা জাতীয় উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশের সকল শিক্ষক ও কর্মচারীরা যে কোনো সময় মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। কৃষকের ঘাম ঝরানো উৎপাদিত ফসল যেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য পাকা ধান কেটে দ্রুত ঘরে তুলতে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সব শিক্ষক-কর্মচারীরা একদিনের সমপরিমাণ বেতনের টাকা জমা দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।