প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১৫:৫৫
মাঠে নেমে বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কাটার পর এবার লবন চাষীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে কক্সবাজারে লবণ চাষীদের লবণ তুলে দিল ছাত্রলীগ। মহেশখালী উপজেলার মাতারবাড়ি-ধলঘাটা ইউনিয়নের লবণ চাষী মোহাম্মদ রফিক লবণ চাষ করে জীবিকা নির্বাহ করেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশ লকডাউন পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় মোহাম্মদ রফিক তার লবণচাষ নিয়ে অনেক কষ্টে থাকেন। খবর পেয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) লবণ চাষী রফিকের ৬ কানি জমির লবণ তুলে দেন।