প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১৮:২৪
আস্তে আস্তে কিছু ফ্যাক্টরি চালু করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমিত আকারে কিছু ফ্যাক্টরি চালু করা যাবে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার শর্ত মেনেই কাজ করতে হবে। সামনে রমজান মাস। সেখানে অনেক কারখানা আছে। আমরা তো সবাইকে বসিয়ে রাখতে পারব না। কিছু কিছু ফ্যাক্টরি খোলা রাখতেই হবে। সবাইকে একসঙ্গে আনা যাবে না। সুরক্ষা দিয়ে সীমিত আকারে তাদের আনার ব্যবস্থা করতে হবে।সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে গাজীপুর জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।