প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ২৩:৩২
গলায় ঝুলানো ছিল পরিচয়পত্র। তবুও লকডাউনের অযুহাতে সাংবাদিককে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছে পুলিশ। একইভাবে সাংবাদিকের স্বাস্থ্যকর্মী ভাইকেও পেটানো হয়েছে। অথচ লকডাউন বিধিনিষেধের আওতায় নেই দুজনের কেউ। শুক্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানার কুয়াইশ কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।সড়কের উপর তাদের দুজনকে বেধড়ক পিটিয়ে আহত করেন হাটহাজারী থানার কনেস্টেবল জাহাঙ্গীর।আহতরা হলেন দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন রকি ও তার ছোট ভাই নগরীর এপিক হেলথ কেয়ার হাসপাতালের স্বাস্থ্যকর্মী সাইফুদ্দিন।
ইনিউজ ৭১/ জি.হা