প্রকাশ: ৭ এপ্রিল ২০২০, ৫:৩১
করোনা আক্রান্ত রোগীর বাড়ি রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের শাহপুর গ্রামে। করোনা আক্রান্ত ওই ব্যক্তি একটি ওষুধ কোম্পানীর হয়ে নারায়ণগঞ্জে চাকরি করতেন।
গত ৪ তারিখ তিনি নরসিংদীর রায়পুরার নিজ গ্রামের বাড়িতে অসুস্থ অবস্থায় আসেন। খবর পেয়ে নরসিংদী সিভিল সার্জেনের কার্যালয় থেকে একটি টিম গিয়ে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে। আজ সন্ধ্যায় তার রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
তিনি জানান, ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ পলাশতলী ইউনিয়নের শাহপুর গ্রামটি লকডাউন করার জন্য সব ধরণের প্রস্তুতি নিয়ে ওই গ্রামে গিয়েছে। তাছাড়া করোনা আক্রান্ত ওই রোগীকে নরসিংদীর প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আনার জন্য চিকিৎসকদের একটি টিম পাঠানো হয়েছে।