কালকিনিতে সিংঙ্গাপুর প্রবাসী মোঃজাফর তালুকদারের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। এ হামলার ঘটনা নিয়ে উভয় পক্ষের মাঝে চড়ম উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। এদিকে হামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরে ভূক্তভোগীর বাড়িতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
এলাকা, ভূক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ডাসার থানার বালিগ্রাম এলাকার আটিপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ মজিবর হাওলাদারের সঙ্গে একই গ্রামের বর্তমান ইউপি সদস্য মোঃ আফজাল হোসেনের নির্বাচনসহ বিভিন্ন ঘটনা নিয়ে দীর্ঘদিন যাবত শত্রুতা চলে আসছে। এর জের ধরে আজ শনিবার সকালে বালীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মতিন মোল্লার নেতৃত্বে নজরুল হাওলাদার, সাগর হাওলাদার, ইমরান হাওলাদার,আব্বাস মাতুব্বর,মজনু মাতুব্বর,মাহাবুল মাতুব্বরসহ ৩০/৪০জন মিলে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মোঃ জাফর তালুকদারের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এদিকে এ হামলার প্রতিবাদে জাফর তালুকদারের বাড়িতে বিচারের দাবীতে শতাধীক এরাকাবাসী বিক্ষোভ মিছিল করে।
ভূক্তভোগী জাফর তালুকদারের স্ত্রী বিলকিস বেগম ও ভাশুর ফজলু তালুকদার বলেন, গত কাল রাতে আফজাল মেম্বার ও সাবেক মজিবার মেম্বারের সাথে পুর্বের শত্রুতার জের নিয়ে মারামারিও ভাংচুরের ঘটনা ঘটে। আমাদের সাথে কোন শত্রুতা নেই কিন্তু আজ সকালে সাবেক চেয়ারম্যান মতিন মোল্লা লোকজন নিয়ে আমাদের বসত ঘরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। আমাদের বসতঘর কুপিয়ে ঘরের মালামাল নষ্ট করে ঘরে থাকা ৩০ ভরি স্বর্ন,১৪ লাখ টাকা নিয়ে যায়। আমরা তার বিরুদ্ধে মামলা করবো।
অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মোঃ মতিন মোল্লার সাথে মুঠ ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ওখানে যাইনি, শুনেছি ধাওয়া ধায়ীর ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, আজকের ঘটনা যানতে পেরে সেখানে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন সান্ত আছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।