শরীয়তপুরের জাজিরায় বাসের ছাদেও যাত্রী,ভাড়া তোলতে গিয়ে ছাদ থেকে পড়ে ফয়সাল নামে এক হেলপার নিহত হয়েছে। বুধবার ২৫ মার্চ সকাল ১০ টায় জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ রোডে, মাঝীর ঘাট থেকে ছেড়ে আাসা দোয়া পরিবন নামে যাত্রীবাহী সিটিং সার্ভিস বাসের ছাদে ভাড়া তোলার সময় এই ঘটনা ঘটে। নিহত ফয়সাল জেলার ডামুড্যা উপজেলার ধানকাটি এলাকার মনির হোসেনের ছেলে।
শরীয়তপুর আন্ত জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজম মাদবর বলেন, মাঝীর ঘাট থেকে ছেড়ে আাসা দোয়া পরিবন সিটিং সার্ভিস বাসের ছাদ থেকে ফয়সাল নামে এক হেলপার পড়ে নিহত হয়েছে। সে কি কারনে ছাদে উঠেছিল তা গাড়ি চালক শাহআলম না আসতে বলা যাবে না।জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম সরকার বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে অফিসার পাঠিয়েছি। আইনি ব্যবস্থা চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।