সরাইল শাহবাজপুর বাজারে- ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০২:৫৬ পূর্বাহ্ন
সরাইল শাহবাজপুর বাজারে- ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড

সরাইল উপজেলায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা চলাকালে করোনা ভাইরাসের অজুহাতে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মুল্যতালিকা না রাখার দায়ে ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কা।
সোমবার (২৩ মার্চ) বিকালে  উপজেলার শাহবাজপুর ইউনিয়নে শাহবাজপুর বাজারে এ অভিযান চালান  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  ফারজানা প্রিয়াঙ্কা,এ ব্যপারে তিনি জানান, বাজারে বা দোকান গুলোতে দ্রব্যমুল্যের মুল্যতালিকা না রেখে পুণ্যে বিক্রি করার অপরাধে শাহবাজপুর বাজারে চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  সরাইল থানা  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সরাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা প্রিয়াঙ্কা এ প্রতিনিধিকে আরো বলেন, ভুক্তাঅধিকার আইন অমান্যকারীদের কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।এ অভিযান  চলমান থাকবে।