করোনা সংক্রোমন ঠেকাতে ৪ এলাকায় প্রবেশ নিষিদ্ধ
মাদারীপুরের শিবচরে করোনাভাইরাসের সংক্রোমন ঠেকাতে ৪টি এলাকায় প্রবেশ ও বাহিরের সব পথ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। অনির্দিষ্টকালের জন্য এই ৪টি এলাকা হলো শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড, পাচ্চর ইউনিয়নের একটি গ্রাম, দক্ষিন বহেরাতলা ইউনিয়নের একটি গ্রাম। বন্ধ রয়েছে ওই এলাকার অধিকাংশ দোকানপাট। শুক্রবার দুপুরে শিবচর থানায় জরুরী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি নুরেআলম মিনা।
তিনি বলেন,‘সম্প্রতি ইতালি থেকে অসংখ্য প্রবাসী মাদারীপুওে এসেছে । এদেও মধ্যে শিবচরের চারটি এলাকায় তাদেও উপস্থিতি বেশি। এবং এখান থেকেই করোনা ভাইরাসের সংক্রামন হতে পাওে এজন্য এই সংক্রামন ঠেকাতে চারটি এলাকাকে কড়া নজরদারি দেয়া হচ্ছে।’ওই সকল এলাকার প্রবেশ ও বাহির হওয়ার পথ গতিরোধ করবে পুলিশ। এজন্য প্রায় ২শত ৫০জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রনে এখানকার সকল পুলিশের ছুটিও বাতিল করা হয়েছে।'
তিনি জানান, শিবচর পৌরসভার ২ টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের ১ টি গ্রাম ও দক্ষিন বহেরাতলা ইউনিয়নের ১ টি গ্রাম এবং এ সংলগ্ন কিছু এলাকা আমরা বিশেষভাবে নিয়ন্ত্রনে এনেছি। এছাড়াও মাদারীপুর জেলার শিবচর উপজেলার পুরো এলাকা নিয়ন্ত্রন করা হচ্ছে। গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পন্যেও দোকান ও ওষুধের দোকান ছাড়া অন্য সকল দোকানপাট বন্ধ থাকছে। চায়ের দোকান এবং খাবারের হোটেল সম্পূর্ণ বন্ধ থাকবে যাতে করে করোনা ভাইরাসের সংক্রামন না ছড়াতে পারে।’
জানা গেছে, প্রবাসীদের আনাগোনা বেশি থাকায় এবং প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মেনে না চলার কারনে করোনা ভাইরাস ঝুঁকিতে মাদারীপুরের শিবচর উপজেলা। এখানকার ঝুঁকিপূর্ণ ৪টি এলাকা প্রশাসনের বিশেষ নজরদারিতে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে প্রেস ব্রিফিং এ বলা হয়।
তিনি বলেন, যে চারটি এলাকাকে ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানকার কোন মানুষ অন্য এলাকায় যেতে পারবে না। তাদের জন্য প্রয়োজনীয় সেবা পৌছে দেয়া হবে। সকল সেবামূলক কাজ চালিয়ে যেতে সচেতনতা মূলক মাইকিং করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে কমিটিও গঠন হয়েছে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য নিয়ন্ত্রন ও মজুদ বন্ধে পুলিশ কাজ করে যাবে।'
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আসাদুজ্জামান, শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাংক কুমার ঘোষ, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।