কাউখালীতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে করনীয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের হল রুমে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম,
ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সামসুদ্দোহা চান, মাহামুদ খান খোকন, এলিজা সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু প্রমূখ॥ সভায় প্রতিটি ইউনিয়নের ইউপি সদস্য, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরন ব্যাধি রোগ করোন ভাইরাস থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে সে সম্পর্কে উপস্থিত সকলকে উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা ভিডিও তথ্য উপাত্থের মাধ্যমে অবহিত করেন এবং ইউপি সদস্যদেরকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এ বিষয়ে অবহিত করার জন্য বলা হয়। প্রতিটি ইউনিয়নে ৩টি করে তথ্য সংগ্রহ ও মনিটরিং কমিটি গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।