চাল, ডাল, আটা, ময়দা ভোজ্যতেল, চিনি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক ও ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম কর্তৃক ১৮ মার্চ ২০২০ ঢাকা মহানগরীর উত্তরার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত না হয়ে অতিরিক্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ী ও ভোক্তাগণকে অনুরোধ জানানো হয়। এ রকম হৃদয়বিদারক ইস্যুতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করা এবং অযৌক্তিকভাবে পণ্যের মূল্য বাড়িয়ে না দেয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। একই সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করার জন্য অনুরোধ জানানো হয়। উল্লেখ্য বাজারে চাল, ডাল, আটা, ময়দা, ডাল, ভোজ্যতেল, লবণ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে।
এ সময় উত্তরার বিডিআর কাঁচাবাজার মার্কেটে মূল্য তালিকা না টানানোর অপরাধে বরিশাল জেনারেল স্টোর, রুবেল জেনারেল স্টোর এবং ১১ নম্বর সেক্টর কাঁচা বাজারের বাড়িয়া জেনারেল স্টোর, মায়ের দোয়া জেনারেল স্টোর, বিসমিল্লাহ জেনারেল স্টোর ও উত্তরা জেনারেল স্টোরসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মন্ডল। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।