মুনাফিকের সংজ্ঞা, প্রকারভেদ ও পরিণতি

নিজস্ব প্রতিবেদক
হাফিজ মাছুম আহমদ দুধরচকী- বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩রা অক্টোবর ২০২৪ ০৮:৫২ পূর্বাহ্ন
মুনাফিকের সংজ্ঞা, প্রকারভেদ ও পরিণতি

‘মুনাফিক’ শব্দটি এসেছে ‘নিফাক’ থেকে, যার অর্থ হলো ভেতরে কিছু লুকিয়ে রেখে বাইরে ভিন্ন কিছু প্রকাশ করা। ইসলামী শরিয়তের পরিভাষায়, মুনাফিক বলা হয় সেই ব্যক্তিকে, যে অন্তরে কুফরি ও ইসলামবিরোধী চিন্তা লালন করে, কিন্তু মুখে ও প্রকাশ্যে মুসলমান হওয়ার ভান করে। কুরআনের সুরা বাকারা, আয়াত ৯-এ বলা হয়েছে, ‘তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়, আসলে তারা নিজেদের সঙ্গেই প্রতারণা করছে, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারছে না।’ মুনাফিকরা মূলত কাফিরদের কাছ থেকে মান-মর্যাদা লাভের চেষ্টা করে। (সুরা আন-নিসা, আয়াত ১৩৯)


মুনাফিকের প্রকারভেদ

মুনাফিকি দুই ধরনের:

১. বিশ্বাসগত মুনাফিকি: অন্তরে কুফরি রেখে নিজেকে মুসলমান দাবি করা। এর মাধ্যমে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়।

২. কর্মগত মুনাফিকি: যেমন—অঙ্গীকার ভঙ্গ করা, মিথ্যা বলা, বা আমানতের খিয়ানত করা। এগুলো মুনাফিকি কাজ হলেও এর মাধ্যমে কেউ ইসলাম থেকে বের হয়ে যায় না।


মুনাফিকের শাস্তি ও পরিণতি

কুরআনে আল্লাহ তায়ালা মুনাফিকদের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করেছেন। সুরা আন-নিসার ১৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, “নিঃসন্দেহে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।” হাদিসে বর্ণিত আছে, মুনাফিকদের ঊর্ধ্বে ও নিচে আগুন জ্বলবে এবং তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে (তাফসিরে মা’আরেফুল কোরআন ও ইবনে কাছির অবলম্বনে)।


আল্লাহ পাক আমাদের সবাইকে মুনাফিকির ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমিন।