পটুয়াখালীর মির্জাগঞ্জে ২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরীতে জনতার ঢল।শুক্রবার সকাল ৮ টা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে প্রভাত ফেরীতেটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ,শ্রমিকলীগ,অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, কর্মচারী,স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ সকল পেশা ও ধর্মের মানুষ উপস্থিত ছিলেন।
প্রভাত ফেরী শেষে উপজেলা মিলনায়তনে একুশের প্রেক্ষাপট ও চেতনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাচিনা বেগম, মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ প্রমূখ।এর আগে ১২টা ১মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো এবং সূর্যদয়ের সাথা সাথে সকল প্রতিষ্ঠানে অর্ধ্বনম্মিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।