স্বাধীনতা পদক থেকে বাদ সেই রইজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই মার্চ ২০২০ ০৭:১১ অপরাহ্ন
স্বাধীনতা পদক থেকে বাদ সেই রইজ উদ্দিন

স্বাধীনতা পদকের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে এস এম রইজ উদ্দিন আহম্মেদের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এস এম রইজ উদ্দিন আহম্মদকে নিয়ে সমালোচনার পর তার নাম বাদ দেয়া হয়। বৃহস্পতিবার স্বাধীনতা পদকের সংশোধিত তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক অধিশাখা) আবু সালেহ্ মোস্তফা কামাল জানান, ‘সরকারের সিদ্ধান্তে এস এম রইজ উদ্দিন আহম্মেদের নাম বাদ দেয়া হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি স্বাধীনতা পুরস্কার ২০২০ পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ। নয়জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়। সাহিত্যে এম রইজ উদ্দিন আহম্মেদের নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা দেখা যাচ্ছে।

ওই সময় বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান আর ফেসবুকে লিখেছেন ‘এবার সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেলেন রইজউদ্দীন, ইনি কে? চিনি না তো। কালীপদ দাসই বা কে! হায়! স্বাধীনতা পুরস্কার!’