‘সোনালী আশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ এই শ্লোগানে সারাদেশের মতো শরীয়তপুরেও পালিত হয়েছে জাতীয় পাট দিবস। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন-উল-হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, এ সময় জেলা পাট অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটিকমান্ডার আব্দুল রাজ্জাক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।