
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১৮
ক্লাসে গেলেই ভয় করে, কখন দেয়াল ভেঙে পড়ে। বিমে ফাটল, দেয়ালের পলেস্তরা উঠে গেছে। খসে পড়ার অবস্থায় দেয়ালের ইটের গাঁথুনীও। এদিকে দেয়াল, ভিম গুলোতেও ফাটল দেখা দিয়েছে। ভেঙে পরতে পারে যে কোনো মুহুর্তে। এমনই ভয়াবহ একটি দৃশ্য দেখা মিলেছে শরীয়তপুর সদর উপজেলার ৯৭নং দক্ষিন কেবল নগর সিকদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টি ঝুকিপূর্ণ ঘোষণার পরেও সেখানে জীবনের ঝুঁকি নিয়ে রীতিমতো ক্লাস করছে আগামী প্রজন্মের উজ্জ্বল ফুলের কলিগুলো।
সরেজমিন গিয়ে দেখা যায়, শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউপির ৯৭নং দক্ষিন কেবল নগর সিকদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ হওয়ার পর ১৯৯৬ সালে একটি নতুন ভবন নির্মাণ করা হয়। সেখানে অফিসকক্ষ ও ৩টি শ্রেণী কক্ষ রয়েছে।

শতকরা প্রায় ৯৫ ভাগ শিক্ষার্থী উপস্থিতি সম্পন্ন এবং বরাবর ভালো ফলাফল করে আসা বিদ্যালয়টির ১টি জরাজীর্ণ শ্রেণী কক্ষের দরজা, জানালা, দেয়াল ও ছাদ ভেঙে পড়তে পারে- এমন আতঙ্ক বুকে নিয়েই সুন্দর পরিপাটি স্কুল পোশাকে পাঠদান করছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের মোট ১২৪ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত রয়েছেন ১২০জন। জীর্ণশীর্ণ ভবনটির ভিতর বাহির ঘুরে দেখা গেছে, ভবনটির ভিম,পিলার, ছাদ, ওয়ালের বালু, সিমেন্ট ধসে গিয়ে এমন অবস্থা হয়েছে যে, ভেঙ্গে পড়তে পারে যে কোনো মুহুর্তে। ভবনটিকে অধিক ঝুকিপূর্ণ ঘোষণা করেছেন শিক্ষাপ্রকৌশল।
