পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২০ চীনা নাগরিক বিশেষ পর্যবেক্ষণে

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: সোমবার ৩রা ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫৪ অপরাহ্ন
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২০ চীনা নাগরিক বিশেষ পর্যবেক্ষণে

সদ্য চীন থেকে আসা পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের ২০ চাইনিজ নাগরিককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। অতি সম্প্রতি এরা চীন থেকে বাংলাদেশে ফিরেছেন। পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে এদের আলাদা সতর্ক অবস্থানে রাখা হয়েছে। মোট ১৪দিন এদের এভাবে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।

এরপরে সবাই কাজে যোগদান করবেন। করোনা ভাইরাসের সংক্রমন আছে কি না তা নিশ্চিত হতে এমন সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এরা সবাই সুস্থ্য এবং স্বাভাবিক রয়েছেন। কলাপাড়া চিকিৎসকরাসহ বিদ্যুত কেন্দ্রের বিশেষ মেডিকেল টিম এদের চেকআপ করছেন। 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. চিন্ময় হাওলাদার জানান, সতর্কতামূলক পদক্ষেপ নেয়া ২০ চীনা নাগরিকের ১৭ জন ৩০ জানুয়ারি, দুই জন ২৩ জানুয়ারি এবং এক জন ২৬ জানুয়ারি বাংলাদেশে ফিরেছেন। এসব চীনা নাগরিকদের মধ্যে করোনা ভাইরাসের কোন ধরনের লক্ষণ পরিলক্ষিত হয়নি। তারা সবাই সুস্থ রয়েছেন। শঙ্কার কিছুই নেই।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব