মান্ডা খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
রাজধানীর বাসাবোর মান্ডা খালে রোববার (২ ফেব্রুয়ারি) নিখোঁজ হওয়া শিশু আসাদুলের (৪) মরদেহ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আসাদুল অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। কিছুক্ষণ পর খালে পড়ে যায় সে। এসময় স্থানীয়রা আসাদুলকে না পেয়ে ফায়ার সার্ভিসে যোগাযোগ করে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। শিশুটিকে উদ্ধারে নামেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তিনজন ডুবুরি।
এরশাদ হোসেন জানান, রাতে অভিযান স্থগিত করার পর সকালে আবার তৎপরতা চালিয়ে উদ্ধার করা হয় আসাদুলের মরদেহ। এদিকে শনিবার (১ ফেব্রুয়ারি) কদমতলীতে আরেকটি খালে নিখোঁজ হয় আরেক শিশু। সোমবার পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।