
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ৩:৫৭
টেকনাফে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সড়ক ও ফুটপাত দখল করে ফলজ ও মুদির দোকানের মালামাল রাখার দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা ও ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
২১ ডিসেম্বর (শনিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে টেকনাফ পৌরসভার বাসষ্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় টেকনাফ মডেল থানার এএসআই কাজী সাইফ উদ্দিন, টেকনাফ সাংবাদিক ফোরাম’র সভাপতি মো. আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ পৌরসভার কাউন্সিলর হোছন আহমদ, নোহা ও কার মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিক, উপজেলা নির্বাহী অফিসের সহকারী নুরুল কবির, সুলতান আহমদসহ বাজার কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম জানান, টেকনাফকে যানজট মুক্ত করতে বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে উপজেলা প্রশাসন একাধিকবার মাইকিং করে সময় দিলেও তারা অবৈধভাবে স্থাপনা সরে নেয়নি। ভ্রাম্যমাণ আদালত চলছে এমন খবর মুহুর্তে ছড়িয়ে পড়লে তারা নিজেরাই নিজেদের স্থাপনা সরিয়ে নিতে দেখা যাই।

তিনি আরো জানান, ফুটপাত দখল করার অপরাধে ৪ টি মুদির দোকান ও ৪টি ফলের দোকানকে ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায়, অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২০টি দোকন উচ্ছেদ করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব