প্রকাশ: ২ ডিসেম্বর ২০১৯, ২০:২
রাজধানী ঢাকা থেকে ৩৩৪ কিলোমিটার দূরে মিয়ানমারের ফালাম শহরে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ৪ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমারের ফালাম শহর।
জায়গাটি ভারতের মিজোরামের কাছাকাছি। এই শহর রাজধানী ঢাকা থেকে ৩৩৪ কিলোমিটার দূরে। সোমবার (২ ডিসেম্বর) ৭টা ১২ মিনিটে এ ভূমিকম্প হয়।
ইনিউজ ৭১/এম.আর