
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ১:১৭

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, স্বাধীনতাবিরোধী ও সমাজের এক শ্রেণির মুনাফাখোর পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। পেঁয়াজের বেলায়ও এ সিন্ডিকেটটি এমনটা করেছে। তাই তাদের শিক্ষা দিতে আপনারা যারা পেঁয়াজ কিনছেন, দাম না কমলে পেঁয়াজ কেনা বাদ দেবেন।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে (বালিকা) দরিদ্র-মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক এবং দুস্থ ও দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ তিনি এসব কথা বলেন। পেঁয়াজের দাম না কমলে মসলাটির ব্যবহার বর্জন করতে পরামর্শ দিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আপনারা যারা পেঁয়াজ কিনছেন, দাম না কমলে তারা বর্জন করবেন। সরকার পেঁয়াজ বিক্রি করছে ৪৫ টাকা দরে। এই পেঁয়াজ কিনতে বিশাল লাইন দেখলাম। সরকার যে পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি করছে, তা কিনে আবার দোকানদারদের কাছে বিক্রি করা হচ্ছে। এগুলো প্রতিহত করতে হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব