
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:৩২

দরজায় কড়া নাড়ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে নির্বাচনী মাঠে নামার আগেই মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এতে করে বাংলাদেশের নির্বাচনী রাজনীতির এক অনন্য অধ্যায় অসমাপ্ত রয়ে গেল।
