রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের দূর্নীতির বিরুদ্ধে করণীয় শীর্ষক সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৩রা নভেম্বর ২০১৯ ০৩:৩৬ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের দূর্নীতির বিরুদ্ধে করণীয় শীর্ষক সভা

রাঙ্গুনিয়ার সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে দূর্নীতির বিরুদ্ধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজের হলরুমে শনিবার (২ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগ সভাপতি ও উপজেলা ছাত্রলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এ.কে মামুন। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ফরহাদ সাত্তার। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের মাষ্টার ট্রেইনার মাহমূদুল ইসলাম রাসেল।

কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ এরশাদ, কলেজ ছাত্রলীগ নেতা আবদুল মোতালেব পারভেজ, ইব্রাহিম খলিল, মো.রাকিব, মো. সাজিদ,  আনচারুল ইসলাম, আবদুর রহিম, জুবায়ের হোসেন, মনচুর আলী, মো. জয়, মো. মিজান প্রমুখ। এদিন কলেজ ছাত্রলীগ ইয়ার কমিটি (একাদশ) শাখার পরিচিতি সভাও করা হয়।

শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য প্রতিযোগিতা, পল্লী গীতি, আধুনিক গান, নাটিকা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব