
প্রকাশ: ২ অক্টোবর ২০১৯, ২০:৪

বরিশালের আগৈলঝাড়ায় বুধবার সকালে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্তরে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে জনসাধারনের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষিসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরিন তন্নি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী প্রমুখ।
ইনিউজ ৭১/এম.আর
