রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ওপর গুলিবর্ষণ ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ।
গ্রেফতারকৃত ব্যক্তি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মইজুদ্দিন মন্ডল পাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে মোঃ সাত্তার মৃধা।
তিনি উজানচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলিবর্ষণসহ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। এ মামলায় তাকে সন্দিগ্ধ আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে রোববার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।