এক টেবিলে খাবার খেলেন হাসিনা-ট্রাম্প-মেরকেল-গুতিয়েরেস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৫শে সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৮ অপরাহ্ন
এক টেবিলে খাবার খেলেন হাসিনা-ট্রাম্প-মেরকেল-গুতিয়েরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে এসে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের দেওয়া মধ্যাহ্নভোজ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি গুতিয়েরেস, ডোনাল্ড ট্রাম্প, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল একই টেবিলে বসে ভোজ সারেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের জন্য মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মধ্যাহ্নভোজের আয়োজন করেন জাতিসংঘ মহাসচিব। এদিনই বিশ্বনেতাদের সৌজন্যে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, আয়োজনে শেখ হাসিনা ও  ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা বিনিময় করেছেন।

মধ্যাহ্নভোজের টেলিভিশন ফুটেজে দেখা যায়, জাতিসংঘ সদরদপ্তরে নর্থ ডেলিগেটস হাউজে মধ্যাহ্নভোজে বিশ্বনেতারা কুশল বিনিময় করছেন। এর মধ্যে একটা সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে এগিয়ে আসেন এবং দু’জনে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান চ্যান্সেলর মেরকেলসহ অন্য নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

পরে তারা এক টেবিলে জাতিসংঘ মহাসচিবের মধ্যাহ্নভোজে অংশ নেন। এ ভোজে প্রায় ১৪০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেন। প্রত্যেক নেতার জন্য স্থান নির্ধারিত ছিল। একটি টেবিলে আয়োজক গুতিয়েরেসসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মানির চ্যান্সেলর মেরকেল ভোজ সারেন। পরে রাতে লোটে নিউইয়র্ক প্যালেসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব