
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৪

যুবলীগের কেন্দ্রীয় নেতা জিকে শামীমকে আটক করেছে র্যাব। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর নিকেতনে তার ব্যবসায়িক কার্যালয় জিকে বিল্ডার্স থেকে শামীমকে আটক করা হয়। এর আগে বেলা ১২টা থেকে তার কার্যালয়টি ঘিরে রাখেন র্যাব সদস্যরা। এর পর ভেতরে অভিযান চালান তারা। অভিযানের পর অবৈধ অস্ত্রসহ শামীমকে আটক করে র্যাব। এ সময় জিকে বিল্ডার্স থেকে বিপুল পরিমাণে টাকা ও মাদক জব্দ করা হয় বলে জানিয়েছে র্যাবের দায়িত্বশীল একটি সূত্র।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব