
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারের জনপ্রিয়তা বেড়েছে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অন্যায়, অপকর্ম, অনিয়ম-দুর্নীতি ও শৃঙ্খলাবিরোধী অ্যাকশনে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়ে গেছে উই আর হ্যাপি ইন অ্যাকশন।’ শুক্রবার ( ২০ সেপ্টেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব