শেরপুর বাসস্ট্যান্ডে দুপুর সাড়ে ১২টার দিকে দুই বাসের চাপায় খোদেজা(৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃদ্ধা শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের মৃত জয়নালের স্ত্রী।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খোদেজা ছেলের কর্মস্থল গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে এসেছিলেন। সেখানে সোনার বাংলা নামের দুই বাসের মাঝে ছায়ায় দাঁড়ালে হঠাৎ বাস দুটি চালু করা হলে ওখানেই চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে খোদেজার পরিবারের সাথে কথা বলা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্মকর্তা মিটু মিয়া।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।