শরীয়তপুরে মোটরসাইকেল থেকে পরে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩১শে জুলাই ২০১৯ ১০:৩৯ অপরাহ্ন
শরীয়তপুরে মোটরসাইকেল থেকে পরে যুবক নিহত

শরীয়তপুর সদর উপজেলার মুন্সীর হাটে মোটরসাইকেল থেকে পরে রফিক বেপারী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বেলা ৩টায় সদর উপজেলার ডোমসার ইউনিয়নের মুন্সীর হাট বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিবার ও স্থানিয় সুত্রে জানা যায়, নিহত রফিক বেপারী তার বন্ধু জহিরের সাথে ডোমসার বাজার থেকে বাড়ি যাওয়ার পথে মুন্সীর হাট বাঁশ হাঁটা গেলে সড়কের ভাংগা মোটরসাইকেলের চাকা পরলে রফিক গাড়ি থেকে পরে যায়। রফিক গাড়ি থেকে পরলে সড়কের উপরে থাকা বাঁশ রফিকের তলপেটের ভিতর ডুকে যায়।

স্থানিয়রা আহত রফিককে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মুত্যু ঘোষনা করে। পালংমডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন বিষটি নিশ্চিত করেছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব