
প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ১:৩৭

প্রতিষ্ঠিত অনলাইন নিউজপোর্টাল গুলোকে অচিরেই নিবন্ধন দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। সোমবার (২৯ জুলাই) তথ্য মন্ত্রণালয়ে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন। এসময় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তথ্যসচিব আবদুল মালেক, অতিরিক্ত সচিব মো. নূরুল করিম ও প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব