
প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ২৩:৫৬

বকেয়া বেতন পরিশোধ ও রাজস্ব খাত থেকে শতভাগ বেতন দেওয়ার দাবিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। তবে বাধার মুখেও কাফনের কাপড় শরীরে জড়িয়ে বসে সচিবালয়ের পশ্চিম পাশ ও প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় কর্মসূচি পালন করছেন তাঁরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে আজ বুধবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে সচিবালয় ও প্রেস ক্লাব এলাকায় এ কর্মসূচি পালন শুরু করেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছেড়ে যাবেন না ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব