কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে কক্সবাজারগামী একটি যাত্রীবাহি সিএনজিতে তল্লাশী চালিয়ে ২২০০পিস ইয়াবাসহ মোঃ ফারুক (২১) নামের এক যুবককে আটক করেছে। সে টেকনাফ উপজেলার হ্নীলা কাঞ্জরপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে। রবিবার দুপুরে খুনিয়াপালং থেকে তাকে আটক করে বিজিবি।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে, কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ মেইল বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৬লাখ টাকা মূল্যের ইয়াবা গুলো উদ্ধার করেছে। আটক ইয়াবাসহ পাচারকারীকে থানায় সোপর্দ করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।