কাশিমপুর সারদাগঞ্জ সুলতান মার্কেট মাদ্রাসা রোড এলাকায় প্রায় এক হাজার অবৈধ রাইজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এ সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালানো হয়। এসময় প্রায় ১হাজার আবাসিকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজে তিতাসের প্রায় ৮০ জন শ্রমিক অংশ নেয়। গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: থান্দার কামরুজ্জামান এর নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, কাশিমপুরের বিভিন্ন এলাকায় অসাধু গ্যাস ব্যবসায়ীরা অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছে এমন খবর আমরা পেয়েছি।
এরই প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযানও পরিচালনা করে আসছি। এ পর্যন্ত প্রায় ১ হাজার আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে যেসব এলাকায় এ অবৈধ সংযোগ রয়েছে সেসব এলাকায় পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং এর সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ২০১০ সালের গ্যাস আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।