বানভাসি মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: রবিবার ২৮শে জুলাই ২০১৯ ০৮:১৮ অপরাহ্ন
বানভাসি মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়ন আজ রোববার (২৮ জুলাই) বিএনপি ভূঞাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, ইয়াবা ব্যবসায়ীরা মুক্তি পায়, কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে।

উপজেলার কোনাবাড়ি মাদ্রাসা মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল খালেক মণ্ডল, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব