
প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ১:৪১

টাঙ্গাইলে ভূঞাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড. মোশারফ হোসেন বলেছেন, আওয়ামীলীগ সরকারের ব্যার্থতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় ডেঙ্গু আজ মহামারি আকার ধারণ করেছে। বন্যা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। বন্যার আগেই ভারতের সাথে কথা বলে বাংলাদেশের উজানের গেইটগুলি নিয়ন্ত্রণ করা যেতো। ভারতের সাথে সমঝোতায় ব্যার্থ হওয়ায় দেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যা কবলিতদের পর্যাপ্ত ত্রাণ দিতেও সরকার ব্যার্থ হয়েছে। রবিবার টাঙ্গাইলের ভূঞাপুর নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি আয়োজিত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব