
প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ১:৩১

টাঙ্গাইলের ভূঞাপুরে এ পর্যন্ত দু’জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একজন ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রিমা সুলতানা অপরজন গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকরাম হোসেনের স্ত্রী ফাতেমাতুজ্জহুরা। শিক্ষিকা রিমা সুলতানা ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে এবং ফাতেমাতুজ্জহুরা টাঙ্গাইল সোনিয়া ক্লিনিকের ডা. নুরুল আমীনের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, উপজেলার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রিমা সুলতানা বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে পরীক্ষা শেষে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে পারেন। রিমা সুলতানা বর্তমানে ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন। অপরদিকে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকরাম হোসেনের স্ত্রী ফাতেমাতুজ্জহুরা গত মঙ্গলবার জ্বরে আক্রান্ত হন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব