কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: রবিবার ২৮শে জুলাই ২০১৯ ০৪:০৮ অপরাহ্ন
কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (২৭ জুলাই) মধ্য রাতে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (এসআই) মোরাদুজ্জামান  বলেন, শনিবার (২৭ জুলাই) রাতে অজ্ঞাত এক ব্যক্তিকে মহাসড়কের ধলাটেংগর এলাকায় একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব