নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপভ্যান উল্টে ৪ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। রোববার সকালে উপজেলার চৌমুহনী পশ্চিম বাজারের সিঙ্গার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি হারুন উর রশিদ বলেছেন, রোববার সকালে ফেনী থেকে নির্মাণ সামগ্রী ও শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যান নোয়াখালীর বাংলাবাজারে ছাদ ঢালাইয়ের উদ্দেশে রওয়ানা দেয়। পথে চৌমুহনী বাজারের সিঙ্গার মোড় পৌঁছলে একটি সিএনজি অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।